অনুরূপ নাম নাম: বেহজাদ, Behzad, জাতি: muslim, Indian, Muslim, Bengali, লিঙ্গ: boyনাম: বিহার, Bihar, জাতি: muslim, Indian, Muslim, Bengali, লিঙ্গ: boyনাম: সিদ্ধান্ত, Biryar, জাতি: muslim, Indian, Muslim, Bengali, লিঙ্গ: boyনাম: বিশরুল, Bishrul, জাতি: muslim, Indian, Muslim, Bengali, লিঙ্গ: boyনাম: বোলোস, Boulos, জাতি: muslim, Indian, Muslim, Bengali, লিঙ্গ: boy |
ভারতীয় বৈদিক জ্যোতিষবিদ্যা অনুযায়ী যে মানুষদের নাম বেহরুজ, Behruz হয় তারা হয়তো তাদের নিজেদের মতন করে খুবই বুদ্ধিদীপ্ত হয়। তাদের নিজস্ব বুদ্ধির ওপর নির্ভর করে তারা হয়তো জীবনের অনেক কঠিন সময় অতিক্রম করে আস্তে পারবে। তাদের জন্য জীবনের আরেকটি অতি আবশ্যক দক্ষতা হতে পারে তাদের কল্পনাশক্তি। এই বিষয়ে তাদের দখলের জন্য সাধারণত কোনো সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করে সেই কাজটিকে কেন্দ্র করে নিজেদের কর্মজীবন তৈরী করাটাই তাদের জন্য শ্রেয় হবে। অনেক সৃজনশীল কাজের সাথেই তারা যুক্ত হয়ে থাকতে পারে যেমন সৃজনশীল লেখা, কাল্পনিক লিপি তৈরী করা, আঁকা বা এই জাতীয় আরো অনেক কিছু। এই নামের মানুষেরা সাধারণত অসাবধান হয় আর যে সময়টুকু তারা রাস্তায় কাটায় সেই সময়ে হয়তো তারা একদমই নিজেদের খেয়াল রাখে না। এইসব কারণের জন্যই হয়তো তাদের পথ দুর্ঘটনায় আহত হওয়ার প্রবণতা খুবই বেশি। সুতরাং রাস্তায় চলাচল করার সময় এই নামের মানুষদের সাধারণত খুবই সচেতন থাকতে হবে। এই মানুষেরা সাধারণত খুবই কমনীয় স্বভাবের হয়। এ ছাড়া তারা সাধারণত নরম মনের মানুষও হয়। যদি কোনো মানুষ কোনো কারণে পীড়িত হয় তাহলে তারা হয়তো সবসময় এই নামের মানুষদের তাদের পাশে পাবে। এই মানুষেরা সাধারণত নিজের কথা না ভেবে অন্য মানুষদের সেবায় নিরত থাকতে খুবই পছন্দ করে। এই মানুষেরা হয়তো অন্য কারোর ওপর নির্ভরশীল হতে পছন্দ করবে। কিন্তু তাদের এই স্বভাবের ফলে তারা হয়তো একটা মানুষ বা যে কোনো পরিস্থিতির খারাপ ও ভালো দুই দিকই দেখতে পারবে। এই কারণেই হয়তো কারোর ওপর পুরোপুরি নির্ভর করার আগে তাদের সেই মানুষটিকে বারংবার যাচাই করে নেওয়া উচিত, কারণ তা না হলে এই মানুষদের দ্বারা এই নামের মানুষটি আঘাত পেতে পারে।
Advertisement
বেহরুজ, Behruz এর অভিব্যাক্তি সংখ্যা
8 বৈদিক জ্যোতিষ বা সংখ্যাতত্ত্বের অনেক গুরুত্ব রয়েছে।
ভারতীয় জ্যোতিষবিদ্যা থেকে বোঝা যায় যে যে মানুষদের নাম বেহরুজ, Behruz হয় সেই মানুষেরা সাধারণত সাহিত্যচর্চা করতে ভালোবাসে। তাদের লেখার ওপর দখলও হয়তো ভালোই হবে। তারা হয়তো সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের কর্মক্ষেত্র গড়ে তুলতে পারবে এবং হয়তো লেখা সংক্রান্ত কোনো কাজ করবে যেমন সৃজনশীল লেখা তৈরী করা বা বই লেখা বা খবরের কাগজের সম্পাদনা করা বা এইরকম অন্য কিছু। একই সময়ে তারা হয়তো খুবই সৃজনশীল মানুষ হবে। তারা হয়তো আঁকা বা নাচ বা গান বা এরম অন্য কোনো কাজ করে নিজেদের সময় ব্যাতিত করতে পছন্দ করবে। তারা হয়তো তাদের কর্ম জীবনেও সাফল্য অর্জন করতে পারবে। ছোটবেলা থেকেই তারা হয়তো খুবই ইতিবাচক ব্যক্তিত্বপূর্ণ মানুষ হবে। তাদের ছোটবেলা হয়তো খুবই আনন্দে কাটবে। তারা হয়তো খুবই প্রাণবন্তও হবে। তারা সাধারণত তাদের ইতিবাচক শক্তি তাদের সৃজনশীল কাজকর্মে লাগিয়ে দেবে। তারা সাধারণত তাদের দৈনন্দিন জীবনে খুবই প্রকৃতিস্থ হবে। তবে তারা সাধারণত স্বপ্নের জগতে হারিয়ে থাকবে। তারা হয়তো তাদের স্বপ্নপূরণ করার জন্য সব কিছু করার চেষ্টা করবে। তবে কখনো কখনো হয়তো তারা সাফল্য লাভ করতে পারবে না। তাদের কাজের পরিবেশ হয়তো ভালো হবে। তাদের সহকর্মীরা সাধারণত তাদের সব দিক দিয়ে সাহায্য করবে এবং এইভাবে হয়তো তারা তাদের কর্ম জীবনে সাফল্য লাভ করতে পারবে। তারা হয়তো খুবই মিশুকে স্বভাবের হবে। তারা সাধারণত আত্মবিশ্বাসী হবে। তারা হয়তো সব সময় চেষ্টা করবে তাদের সব কাজ শক্তি ও নিষ্ঠার সাথে করবে। এছাড়াও হয়তো তাদের সৃজনশীল চিন্তাধারার জন্য তারা তাদের কর্ম জীবনে অগ্রসর হতে পারবে।
.
যে মানুষদের নাম বেহরুজ, Behruz হয় সেই মানুষেরা সাধারণত খামখেয়ালি মেজাজের মানুষ হয় যার ফলে তারা হয়তো ঠিক করে ভাবনাচিন্তা করতে পারবে না বা দীর্ঘ সময়ের জন্য কোনো লক্ষ্যে স্থির থাকতে পারবে না। অন্য কারোর সাথে কথা বলার সময় হয়তো তারা অনেকটা বিচক্ষণতার পরিচয় দেবে। তারা সাধারণত চমৎকার মানুষ হবে এবং অনেক সময়ই হয়তো তাদের সাহসিকতার পরিচয় দেবে। তাদের সাধারণত দেখতে ভালোই হবে। এই মানুষেরা হয়তো স্বভাবতই সব কিছু নিখুঁতভাবে করার জন্য বদ্ধপরিকর হয়ে ওঠে। তারা সাধারণত তাদের বেশির ভাগ খালি সময় তাদের মতো চিন্তাধারার মানুষদের সাথে কাটাতে চায়। তাদের ধর্মের প্রতি বিশ্বাসও হয়তো খুবই দৃঢ় হবে। তারা সাধারণত কাজের মানুষ হবে। এছাড়া তারা হয়তো খুবই জিজ্ঞাসু স্বভাবের হবে যার জন্য তারা সাধারণত কোনো বিষয়ে একদম পুরোপুরি অনুসন্ধান না করে তা বিশ্বাস করে না। যে মানুষদের নাম বেহরুজ, Behruz হয় সেই মানুষেরা হয়তো মনুষ্যত্বের ভালোর জন্য তাদের চারপাশে অনেক কাজ করে। সাধারণত তারা তাদের নিজেদের মধ্যেও অনুসন্ধান করে তাদের নিজেদের ব্যাপারে অনেক নতুন কিছু খুঁজে বার করে আনে। তাদের ব্যক্তিত্বের দুটি প্রধান জিনিস হয়তো হবে তাদের সৌন্দর্য ও উৎসাহ। তাদের বিশাল ক্ষমতার জন্য তারা সাধারণত নিজেদের ওপর খুবই আস্থা রাখে আর নিজেদের থেকে হয়তো অনেক বেশি কিছু প্রত্যাশা করে। সে যাই হোক না কেন এটা সাধারণত তাদের জন্য একটুও ভালো হবে না যেহেতু তারা হয়তো নিজেদের কার্যসিদ্ধির জন্য ভুল পথের অবলম্বন নেবে কিন্তু শেষমেশ সাধারণত বিশাল বিপদে পরবে। তাদের অনুসন্ধিৎসু স্বভাবের জন্য হয়তো তারা কখনো কখনো অধৈর্য হয়ে পরে। একটি যুক্তিসঙ্গত প্রকৃতির জায়গায় এই মানুষেরা সাধারণত দোমনা প্রকৃতির হয় যার ফলে এরা মাঝে মধ্যেই চঞ্চল হয়ে পরে।
নাম
বেহরুজ, Behruz বা (
কোনো অনুরূপ নাম নেই) মানে
ভাগ্যিস, শুভ দিন. এই নাম
27 সংখ্যার অন্তর্গত
যে মানুষের নাম বেহরুজ, Behruz হয় সে সাধারণত সুন্দর দেখতে হয় তা সে পুরুষই হোক বা মহিলাই হোক। এই মানুষেরা সাধারণত শুধু তাদের মতেই চলতে চায় এবং চায় যে সব কিছু যেন তাদের ইচ্ছে মতো তাদের কথামতো হোক। তবে তারা সাধারণত কখনোই অসৎ পথে হাঁটবে না এমন কি একমাত্র ওই পথে চলেই যদি তাদের কার্যসিদ্ধি হয় ও তাদের পরিকল্পনা সফল হয় তাহলেও নয়। এরা হয়তো খুবই চঞ্চল্যটির ব্যক্তিত্ব হবে এবং নিজেদের নেওয়া কোনো সিদ্ধান্তেই হয়তো স্থির থাকতে পারবে না। তারা হয়তো সব সময় ইতস্তত করবে যার ফলে তারা কোনো কাজী হয়তো ঠিক করে সম্পন্ন করতে পারবে না। কোন কাজটা তাদের করা উচিত আর কোনটা তাদের করা উচিত না এই ভাবতে ভাবতেই হয়তো তাদের জীবন কেটে যাবে। এই জাতকদের হয়তো অনেক কষ্ট করে এই দোষটিকে তাদের মন থেকে দূর করতে হবে কারণ তা না করলে এর খারাপ প্রভাব হয়তো তাদের কর্ম জীবনেও পরবে। এই মানুষেরা হয়তো প্রকৃতির মাঝে গিয়ে তাদের মনে শান্তি অনুভব করবে। তারা হয়তো প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঘুরে বেড়াতে পছন্দ করবে এবং বিশেষত পাহাড় পর্বত বা সমুদ্র তটের মতো জায়গা তাদের হয়তো বেশি পছন্দের হবে। এই পুরুষ ও মহিলারা হয়তো প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর সময়ই তাদের ভালোবাসার মানুষদের সাথে বা তাদের বন্ধুদের সাথে কিছু অমূল্য মুহূর্ত কাটাতে পছন্দ করবে। তাদের তুতো ভাই বোনেরা বা তাদের নিজেদের ভাই বোনেরাও হয়তো তাদের খুব ভালোবাসবে এবং তারাও হয়তো এই স্নেহের মানুষগুলিকে চোখে হারাবে। তাদের একমাত্র খামতি হলো এটাই যে তারা যে কোনো বিপর্যয়ের সময় খুবই অস্থির হয়ে পরে।